ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস

আসসালামু আলাইকুম, এই পোষ্টে আমরা কিছু ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস শেয়ার করেছি। বর্তমান সময়ে যোগাযোগের এক অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক। এই প্ল্যাটফর্মে মানুষ তার দৈনন্দিন জীবন, অনুভূতি, মতামত কিংবা কোনো বিশেষ মুহূর্ত শেয়ার করে থাকে ক্যাপশন ও স্ট্যাটাসের মাধ্যমে।

ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস
ফেসবুক ক্যাপশন ও স্ট্যাটাস

ফেসবুক ক্যাপশন বাংলা

মানুষের মৃত্যুতে আপনার যদি কোনো অনুভূতি না হয়,
তবে ধরে নিবেন আপনি ও বেঁচে নেই। 
আমি ছাড়া যদি অন্য কারো প্রেমে পড়ো
তবে সুখের অসুখ তোমাকে ছারখার করে দিক।
আজ ও একটি প্রশ্নের উত্তর পেলাম না.... 
ঠকায় কে...! মানুষ নাকি ভাগ্য...! 

এখানে কোথাও নেই ভালোবাসা, শুধুই জমা বিষন্নতা। 

তোমাকে দেখার তৃষ্ণা
আমার কখনোই মিটবে না পদ্মাবতী। 

এই  মুখের মাধুর্যে হারিয়ে ভুইলা গেলাম সবকিছু। কি আছে, তোমাতে? 🖤

শেষ অব্দি এভাবে নিশ্চিন্তে  মাথা রাখার জন্য হলেও একটা ঠাঁই প্রয়োজন ❤️‍🩹
তোমার ফেরার সম্ভাবনা, 
অমাবস্যায় জোছনা...!
নিজের ছায়ার পিছু ঘুড়ছি বারোমাস, 
বুঝতে একটু দেড়ি হলো আমরা ছায়ার দাস।
আমি তোমাকে পাইনা, আবার পাই 
খুচরা পয়সার মতো 
বুক পকেটে তোমার স্মৃতি জমাই।
আমি আবার ক্লান্ত পথচারী, 
এই কাঁটার মুকুট লাগে ভারী।
তোমার চিত্তে হয়তো আমি অতীত, 
তবে তুমি সর্বদা আমার চিত্তের নিত্তবৃত্ত বর্তমান। 
তোমাকে খুচরো পয়সার মতো আগলে রাখি,
আমার দেউলিয়া বুক পকেটে....

ফেসবুক শর্ট ক্যাপশন

বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে রাজনীতিকের ধমনী শিরায় সুবিধাবাদের পাপ।

হাত ধরে কিছুক্ষণ থাকার নাম ভালোবাসা নয়,
ছায়া হয়ে সারাজীবন পাশে,
থাকার নামই হলো ভালোবাসা!🖤
সবকিছুতে'ই অতিরিক্ত চিন্তা করাটাই যেন আমার, 
ভালো না-থাকার কারণ!😓
মানুষ মুগ্ধ হয় চেহারায়
আর আমি মুগ্ধ হয়েছি তোমার মায়ায়.!🌸🖤
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
কারফিউ জারি হবে তোমার হৃদ নগরে সীমান্তে কাঁটাতার,
অবহেলারা নামবে অনশনে মিছিল হবে শূন্যতার।
বৃষ্টি হলে তুমি জীবন্ত হয়ে উঠো একটি অনুকাব্য হয়ে,
বিষন্ন দৃষ্টিপ্রদীপ নিভু নিভু,
তবু তুমি আমায় ভিজাও জলজ জলন্ত স্ফুলিঙ্গ হয়ে...
তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল
তুমি অন্য মনে একলা পাখির ঝিল...
যেদিন তুমি হৃদ-মাঝারে
প্রথম প্রদীপ জ্বালো

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস 

সেদিন ছিলো আকাশ ভরা
অবাস্তবের আলো।
তারপর ফেরে, তবু ফেরে, কেউ তো ফেরেই,
আর জীবনের পক্ষে দাঁড়ায়,
ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়।

যদি রানি হতে চাও তবে রাজাকে তার রাজ্য গড়ার আগমুহূর্ত পর্যন্ত পাশে থেকে যাও!🌸🖤

কথায় স্বপ্ন বাঁচে, কথায় স্বপ্ন মরে। 

কথায় মন গড়ে, কথায় মন ভাঙে 

আমি কেবল আমি কেবল
আমি কেবল দেখি,
ভালোবাসার দেয়াল জুড়ে একটি প্রজাপতি। 

আমি কাউকে বলিনি সে নাম। কেউ জানে না, না জানুক আড়াল। জানে কান্নার রং,জানে জোসনার ছায়া। 🌸🖤

একদিন সব ঠিক হয়ে যাবে। 
সেদিন আর কান্না পাবে না,
অসহায় লাগবে না, 
মনে হাহাকার জাগবে না।😊
কতটা ভালোবাসা বাকি ছিলো,ঠকে যাওয়া মানুষেই জানে।

 ক্যাপশন ফর ফেইসবুক

যারা বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রতি দূর্বল থাকে,
তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। 🙃
যার বিরহে হৃদয় পুড়ে—
তার কি আমায় মনে পরে?

ভালোবাসার মানুষ চোখের সামনে থাকার পরেও,তাঁকে ভালোবাসতে না পারাটা বড্ড যন্ত্রণার।😟

যদি তুমি বলো আমি একান্ত তোমার,আমি 
তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার!
আমি তোমারে পাহাড় সমান ভালোবাসি
আর তুমি আকাশ সমান দূরত্ব বাড়াও।
কোন প্রিয় জিনিস হারিয়ে কষ্টে আমি নেই,
এমন কথা বলার মানুষ আমি নই। 😟💔

আমি কাউকে বলিনি সে নাম। কেউ জানে না, না জানুক আড়াল। জানে কান্নার রং,জানে জোসনার ছায়া। 🌸🖤

 ফেসুবক স্ট্যাটাস

জীবনে একবার হলেও কাউকে ভালোবাসা উচিত, 
কেন ভালোবাসা উচিত না সেটা বুঝার জন্য। 
যারা বিচ্ছেদের পরেও প্রাক্তনের প্রতি দূর্বল থাকে,
তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না।

ভালোবাসার মানুষ চোখের সামনে থাকার পরেও,তাঁকে ভালোবাসতে না পারাটা বড্ড যন্ত্রণার।

যদি তুমি বলো আমি একান্ত তোমার,আমি
তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার!
আমি তোমারে পাহাড় সমান ভালোবাসি
আর তুমি আকাশ সমান দূরত্ব বাড়াও।
আমি তোমারে পাহাড় সমান ভালোবাসি
আর তুমি আকাশ সমান দূরত্ব বাড়াও।
আমি কাউকে বলিনি সে নাম। কেউ জানে না, না জানুক আড়াল। জানে কান্নার রং,জানে জোসনার ছায়া।

ট্রেন্ডিং ক্যাপশন ও স্ট্যাটাস

বর্তমানে তরুণ প্রজন্মের মাঝে ট্রেন্ডিং বা ভাইরাল ক্যাপশন লেখার প্রবণতা বেড়েছে। যেমন:
  • Mood: Coffee & Rainy Vibes
  • Simple life, high thinking."
  • Feeling blessed 🌸
  • Not perfect, just original.
  • হৃদয়ের সব কথা মুখে বলা যায় না।
  • চোখে স্বপ্ন, মনে সাহস - এভাবেই পথচলা।
  • চুপ থাকা মানে দুর্বলতা নয়।
  • Simple life, high thinking.
  • Feeling blessed 🌸
  • Not perfect, just original.
  • হৃদয়ের সব কথা মুখে বলা যায় না।
  • চোখে স্বপ্ন, মনে সাহস—এভাবেই পথচলা।
  • চুপ থাকা মানে দুর্বলতা নয়।
ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন (fb caption Bangla) গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ওয়েবসাইট বুকমার্ক করে রাখতে ভুলবেন না।

Previous Post Next Post